বিদেশে উচ্চশিক্ষার সুযোগ শীর্ষক কর্মশালা

আশা ইউনিভার্সিটি বাংলাদেশে “বিদেশে উচ্চশিক্ষার সুযোগ”- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় এটির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদ ও নিউরন এডুকেয়ার, বাংলাদেশ আজ বেলা ১১টায় আশা টাওয়ার এর ৯ম তলায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে নিউরন এডুকেয়ার, বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরবেন মো. আবদুল করিম (এনডিসি), নিউরন গ্রুপের সিইও ও সাবেক অতিরিক্ত সচিব। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও ASA-এর সিনিয়র কনসালটেন্ট শেফাউল করিম, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোছা. জিনাত তারা এবং সবশেষে সমাপনী বক্তব্য প্রদান করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান ও বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. এ.কে.এম. হেলাল উজ জামান। এছাড়াও শিক্ষার্থীদের দিকনির্দেশনায় অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকগণ। কর্মশালাটির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদেরকে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা, স্কলারশিপ প্রাপ্তির উপায় এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও প্রস্তুতি সম্পর্কে ধারণা প্রদান, স্কলারশিপ ও ফান্ডিং পাওয়ার কৌশল আলোচনা, ভিসা প্রসেস ও আবেদন পদ্ধতি ব্যাখ্যা, বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং সফল শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় করা হয়।