বসন্ত বরণ উৎসব উদযাপন

বসন্তের কথা এলেই আমরা সুভাষ মুখোপাধ্যায় এর কবিতা ধরে বলি, “ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত” অথবা জহির রায়হানের জনপ্রিয় উপন্যাসের কথায় উঠে আসে, “আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।” তেমনি বাহারি রঙে বসন্তকে বরণ করে নিতে বসন্ত উৎসব উদযাপন করেছে ASA University Bangladesh (ASAUB) এর আইন অনুষদ। মঙ্গলবার বিভাগের আয়োজনে শিক্ষার্থী নুসরাত জাহান মুন ও সাবেকুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হলে এতে দর্শকদের মনোরঞ্জনে নৃত্য পরিবেশন করেন ৪৮তম আবর্তনের শিক্ষার্থী এগনেস দিব্রা। উক্ত বসন্তবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডীন(ভারপ্রাপ্ত) মো. সাইফুল আলম, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোছা: জিনাত তারা, বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর তাহনিন আমিন, প্রভাষক মো. কাউছার, কামরুজ্জামান ও আরাবি আফরিন প্রমূখ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিগণ শিক্ষার্থীদের নিজেদের তৈরি বিভিন্ন খাবার ও ব্যবহার্য অন্যান্য পণ্য বিক্রি করার স্টল পরিদর্শন করেন।