"গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান সংস্কার নয়, পরিবর্তনই সমাধান"
"গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান সংস্কার নয়, পরিবর্তনই সমাধান"- শীর্ষক শিরোনামে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা, ১৮ মে ২০২৫: আশা ইউনিভার্সিটি বাংলাদেশের (আশা ইউবি) আইন বিভাগ আয়োজিত এক বুদ্ধিবৃত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল "গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান সংস্কার নয়, পরিবর্তনই সমাধান", যা সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দেয়।
বিতর্কে পক্ষ ও বিপক্ষ দলের অংশগ্রহণকারীরা যুক্তিভিত্তিক বক্তব্য ও বিশ্লেষণ উপস্থাপন করে দর্শক ও বিচারকমণ্ডলীকে মুগ্ধ করেন। পক্ষ দল সংবিধানের সময়োপযোগী মৌলিক পরিবর্তনই হতে পারে স্থায়ী সমাধানের পথ বলে যুক্তি দেখান। অপরিদকে বিপক্ষ দল সংবিধান সংস্কারের মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে যুক্তি তুলে ধরেন। বিচারকদের রায়ে বিপক্ষ দল বিজয়ী হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন মো. সাইফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জিনাত তারা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিলুফার বেগম ও ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোফিয়া হোসাইন। মডারেটরের দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রভাষক মোহাম্মদ কাউছার খান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রভাষকবৃন্দ— ড. মৌসুমি আক্তার, তাহনিন আমিন (কো-অর্ডিনেটর), কামারুজ্জামান ও আরাবি আফরিন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তিকুশলতা ও নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন করা হবে।



"গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান সংস্কার নয়, পরিবর্তনই সমাধান"- শীর্ষক শিরোনামে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাকা, ১৮ মে ২০২৫: আশা ইউনিভার্সিটি বাংলাদেশের (আশা ইউবি) আইন বিভাগ আয়োজিত এক বুদ্ধিবৃত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল "গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান সংস্কার নয়, পরিবর্তনই সমাধান", যা সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দেয়। বিতর্কে পক্ষ ও বিপক্ষ দলের অংশগ্রহণকারীরা যুক্তিভিত্তিক বক্তব্য ও বিশ্লেষণ উপস্থাপন করে দর্শক ও বিচারকমণ্ডলীকে মুগ্ধ করেন। পক্ষ দল সংবিধানের সময়োপযোগী মৌলিক পরিবর্তনই হতে পারে স্থায়ী সমাধানের পথ বলে যুক্তি দেখান। অপরিদকে বিপক্ষ দল সংবিধান সংস্কারের মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে যুক্তি তুলে ধরেন। বিচারকদের রায়ে বিপক্ষ দল বিজয়ী হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন মো. সাইফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জিনাত তারা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিলুফার বেগম ও ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোফিয়া হোসাইন। মডারেটরের দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রভাষক মোহাম্মদ কাউছার খান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রভাষকবৃন্দ— ড. মৌসুমি আক্তার, তাহনিন আমিন (কো-অর্ডিনেটর), কামারুজ্জামান ও আরাবি আফরিন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তিকুশলতা ও নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন করা হবে।
![]() |

