'আশা ইউনিভার্সিটিকে গবেষণায় সহযোগিতা করবে মালয়েশিয়ার পুত্রা ইউনিভার্সিটি

আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার(UPM)মধ্যে গবেষণা ও প্রকাশনা সহযোগিতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার(০৩রা আগস্ট) বিকেল ৫টায় আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (ASAUB)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিম মহোদয়ের কার্যালয়ে মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়শিয়া থেকে আগত চার সদস্যের একটি ডেলিগেশন দল গবেষণা, উন্নয়ন ও প্রকাশনা সংক্রান্ত সহযোগিতা বিষয়ে এক আলোচনা সভায় অংশগ্রহণ করে।

সভায় উভয় পক্ষই যৌথভাবে গবেষণা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন। উল্লেখযোগ্য, আশাইউবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিম পূর্বে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় অধ্যাপক হিসেবে কর্মরত থাকায় এই সহযোগিতার বিষয়ে উভয় পক্ষ বিশেষ আগ্রহ প্রকাশ করে।

উপাচার্য অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিম বলেন,“আশা ইউনিভার্সিটি বাংলাদেশের গবেষণাকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যেতে আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার সাথে এই সহযোগিতা আমাদের গবেষক ও শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা আশা করছি শীঘ্রই একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে এই সহযোগিতা বাস্তবে রূপ নেবে।”

ডেলিগেশন দলের পক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ড. সুসিলাওয়াতি কাসিম বলেন,“আমরা আশা ইউনিভার্সিটি বাংলাদেশের গবেষণা সম্ভাবনা এবং একাডেমিক দক্ষতায় মুগ্ধ। যৌথভাবে গবেষণা, উন্নয়ন ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা করলে উভয় প্রতিষ্ঠানই আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।”

সভায় আশা ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে ব্যবসায় অনুষদের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. এম. হেলাল উজ জামান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোছা: জিনাত তারা, স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প পরিচালক, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার এবং সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোফিয়া হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার পক্ষ থেকে ড. সুসিলাওয়াতি কাসিম (সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ল্যান্ড ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি অব এগ্রিকালচার, এবং প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল কলাবোরেশন ফর ফুড সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল এগ্রিকালচার-ICFSA), ড. মো. কামাল উদ্দিন (সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ল্যান্ড ম্যানেজমেন্ট), ড. হাচিব মোহাম্মদ তুষার (ডিরেক্টর, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি) এবং মো. আবুল খাইয়ার মোল্লাহ (প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ইন-চার্জ, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা) উপস্থিত ছিলেন।

সভায় শীঘ্রই একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। এই বৈঠকের মাধ্যমে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার মধ্যে গবেষণা ও প্রকাশনা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যায়।


Loading Student Comments (ASAUB)...

Loading Student Comments (ASAUB)...